
ঝিকরগাছা জামায়াতের যুব সম্মেলন
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে এক যুব সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানটি শিমুলিয়া ইউনিয়নের মোকামতলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ রুবেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের শূরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, যিনি তাঁর বক্তব্যে বলেন, “যুবকদের মাধ্যমে ইসলামের পক্ষে কাজ করার বিশাল সুযোগ এসেছে। আমরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই।”
উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান, জামায়াত নেতা আব্দুল মালেক, ইউসুফ আলী, ইমামুল কবির, আক্তার হোসেনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতি ছিল, যা প্রাঙ্গণকে উৎসবমুখর পরিবেশে পরিণত করেছিল।