
ঝুমুরী আক্তার সন্ধ্যা, মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে এসে তীব্র প্রতিবাদের মুখে পড়েছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি হওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুজন সাহা। শেষ পর্যন্ত তিনি যোগদান না করেই পুলিশি মধ্যস্থতায় স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করতে বাধ্য হন।
সোমবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডা. সুজন সাহা কয়েকজন সহযোগীসহ হাসপাতাল প্রাঙ্গণে প্রবেশ করলে উপস্থিত ছাত্র-জনতা, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় পুলিশ এসে নিয়ন্ত্রণ নেয়।
স্থানীয়দের অভিযোগ, ডা. সুজন সাহা তার পূর্ববর্তী কর্মস্থল নাগেশ্বরী ও কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনের সময় অনিয়ম, দুর্নীতি ও অসদাচরণে জড়িত ছিলেন। আন্দোলনকারীরা টানা তিন দিন ধরে মানববন্ধন কর্মসূচি পালন করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ফ্যাসিবাদী কর্মকাণ্ড সম্পর্কিত বিভিন্ন তথ্য ও প্রমাণ ছড়িয়ে পড়ার কথাও উল্লেখ করেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডা. সুজন সাহা মোটরসাইকেল বহর নিয়ে হাসপাতালে প্রবেশ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডাও ঘটে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর শাখার সভাপতি হাফেজ জাফর আহমদ বলেন, “ডা. সুজন সাহার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। এমন কর্মকর্তা আমরা শিবচরে চাই না।”
শিবচর উপজেলা বিএনপির সদস্য শামিম আহসান চৌধুরী বলেন, “মোটরসাইকেল বহর নিয়ে হাসপাতালে প্রবেশ করায় পরিস্থিতি আতঙ্কজনক হয়ে ওঠে। তার বিরুদ্ধে অভিযোগে তাকে মেনে নেওয়া সম্ভব নয়।”
ডা. সুজন সাহা মন্তব্য করেছেন, “আমি সরকারি নির্দেশনা অনুযায়ী কর্মস্থলে যোগদান করতে এসেছিলাম। এখানে কারও সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধ নেই।”