
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :
মাদারীপুরের শিবচর উপজেলায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, কামাল জামান মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। দত্তপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ তার ওপর আস্থা রাখে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আরও বলেন, প্রার্থী যে প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণ করুন না কেন, সেই প্রতীকেই ভোট দিয়ে তাকে সংসদে পাঠানো হবে।
সভায় বক্তারা কামাল জামান মোল্লাকে একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের কল্যাণে রাজনীতি করে আসছেন। নির্বাচিত হলে শিবচরের সার্বিক উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
উঠান বৈঠকে মহিলা নেত্রী কাজল রেখাসহ অন্যান্য নারী নেত্রীরা বলেন, দত্তপাড়া ইউনিয়নের প্রতিটি বাড়িতে গিয়ে মা-বোনদের সঙ্গে কথা বলে ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হবে। নারী সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করে কামাল জামান মোল্লাকে বিজয়ী করবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে কামাল জামান মোল্লা বলেন, দীর্ঘদিন নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নিজ এলাকায় প্রবেশে বাধা দেওয়া হলেও জনগণের অধিকার আদায়ে তিনি রাজপথে ছিলেন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে তিনি সবসময় কাজ করেছেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিশু সরদার, উপজেলা যুবদল নেতা শহিদুল মাতুব্বর, শাজাহান (সাজু) মোল্লা, সুদংশ মেম্বার, মোতাবেক চেয়ারম্যান, জামাল শরিফ, ভুলু মাতুব্বর, শামসুল আলম, পান্নু বওয়ালি, ঝুমুর চৌধুরীসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।