
ঝুমুরী আক্তার, শিবচর প্রতিনিধি
শিবচর, মাদারীপুর – মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কামাল জামান মোল্লা বলেছেন, “আমি শুধু আল্লাহকে ভয় করি। দীর্ঘ ১৭ বছর রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি, কিন্তু কাউকে ভয় পেয়ে আমি দমে যাইনি।”
শুক্রবার রাতে শিবচরের কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি নিজের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে বলেন, “আমি ভয় পাওয়ার লোক নই। যারা মনে করছেন আমাদের ভয় দেখিয়ে দমানো যাবে, তারা ভুল করছেন। আমার নেতাকর্মীদের নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র করা হয়, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
বৈঠকে কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১ আসনে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন কামাল জামান মোল্লা। এই উঠান বৈঠক তার নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়।