
ঝুমুরী আক্তার সন্ধ্যা | শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে নির্বাচনী জনসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় কর্মসূচিটি একাত্তর রোড থেকে শুরু হয়ে স্বাধীনতা চত্বর হয়ে সদর রোড প্রদক্ষিণ করে। পরে দুপুর ১টায় পৌর মার্কেটে সংক্ষিপ্ত সমাবেশ ও বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
জনসংযোগ চলাকালে শিবচর পৌর এলাকার বিভিন্ন দোকানি, ভ্যানচালক ও পথচারীদের সঙ্গে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হাতপাখা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করে দোয়া ও সমর্থন চান নেতারা।
সমাপনী বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মাদারীপুর-১ (শিবচর) আসনের এমপি প্রার্থী মাওলানা আকরাম হোসাইন বলেন,
“আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হবো। জোট থেকে সরে আসার পর আমাদের জনপ্রিয়তা আরও বেড়েছে। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।”
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা শাহ আলম তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী কার্যক্রমে যোগ দেন। তিনি বলেন, খেলাফত মজলিসের মনোনয়ন সংক্রান্ত জটিলতার কারণে তিনি হাতপাখার পক্ষে নির্বাচনী কার্যক্রমে যুক্ত হয়েছেন।
জনসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাওলানা আনোয়ার হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মাহফুজুর রহমান ঢালি, উপজেলা সেক্রেটারি মাওলানা হেমায়েত উদ্দিন, ৭১ রোড ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আল-আমিন, এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি কাজী জুবায়ের আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।