
ঝুমুরী আক্তার সন্ধ্যা
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর-১ (শিবচর) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী হিসেবে মাওলানা আকরাম হোসাইন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিটে তিনি শিবচরে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা বিএম হেমায়েত উদ্দিন, সদস্য মাওলানা আব্দুস সালাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান ঢালী, দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শাহিন শিকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত নেতৃবৃন্দ মাওলানা আকরাম হোসাইনের জন্য দোয়া কামনা করেন এবং ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাওলানা আকরাম হোসাইন বলেন,
“জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার সুযোগ পেলে শিবচরকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”
মনোনয়নপত্র সংগ্রহ উপলক্ষে পুরো কর্মসূচিটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।