আনহাজ হোসাইন হিমেল
বিশেষ প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
প্রায় ১৮ বছর পর রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান বাবর। তিনি প্রায় দুই ঘণ্টা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি, আইন-শৃঙ্খলা এবং অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। তবে অনেক অস্ত্র এখনও উদ্ধারের বাইরে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
বাবর বলেন, অন্তর্বর্তী সরকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে। তবে পাশের দেশের অবস্থা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। নির্বাচনকে বাধাগ্রস্ত করতে প্রতিবেশী দেশের দূরভিসন্ধি রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
এসময় তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান।”