শিক্ষক আসিফ মাহতাবের একটি ফেসবুক পোস্টে ১০টি বানান ভুল হয়েছে। পোস্টে তিনি লিখেছেন, ‘আমার কন্ট্রাক্ট যদি রিনিউ নাই হবে তাহলে আমাকে দিয়ে ঘন্টার পর ঘন্টা মিটিং, কাররিকুলাম ডেভেলপমেন্টের কাজ কেন করানো হলো?
সবচে মজার বিষয় হচ্ছে আমার কোর্স রিনিউ করা হয়নি ভালো কথা, তাই আমাকে দিয়ে একটা ক্লাস কেন নোয়ানো হলো? ইমেইল ডিএক্টিভেট করেছেন ভালো কথা, কিন্তু আমি তার আগের রাতেই প্রমান রাখার জন্য আমাদের অফিসিয়াল ইমেইলগুলি যেখানে আমাকে ক্লাস দাওয়াহ হয়েছে, কাজ করানো হয়েছে সব আরেকটি ইমেইল এ সেন্ড করি।’
পোস্টটি পর্যালোচনা করে দেখা গেছে তিনি ১০টির মতো বানান ভুল করেছেন। ভুল হওয়া বানানগুলো হলো- ‘হবে’, ‘ঘন্টার’, পরে ‘ঘন্টা’, ‘কাররিকুলাম’, ‘সবচে’, ‘বিষয়’, ‘নোয়ানো’, ‘প্রমান’, ‘ইমেইলস’ ও ‘দাওয়াহ’।
এরপরে ব্যবহারকারীরা পোস্টের নিচে নানা ধরনের কমেন্ট করেছেন,
কমেন্টকারীরা যা লিখেছেন:
৪ thoughts on "শিক্ষক আসিফ মাহতাবের ৭ লাইনের পোস্টে ১০টি বানান ভুল!"