শার্শা (যশোর) প্রতিনিধি: মোঃ জাকির হোসেন
যশোরের শার্শা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান (৩০) নামে এক মাদ্রাসা নৈশ প্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান শার্শার লক্ষণপুর ইউনিয়নের খামারপাড়া গ্রামের রফিউদ্দিনের ছেলে। তিনি লক্ষণপুর দারুল হাদিস দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী শিক্ষক ইদ্রিস আলী ও শিক্ষার্থীরা জানান, মাদ্রাসার নিচতলার একটি শ্রেণিকক্ষে বেশ কয়েকদিন ধরে একটি সিলিং ফ্যান নষ্ট ছিল। বৃহস্পতিবার দুপুরে রাকিব হাসান নিজ উদ্যোগে নতুন একটি ফ্যান স্থাপনের চেষ্টা করছিলেন। এসময় ফ্যানের সঙ্গে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে তিনি সুইচ বন্ধ না করেই কাজ শুরু করেন। হঠাৎ বৈদ্যুতিক তারে হাত লেগে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে শিক্ষক ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রাকিব হাসান আমাদের প্রতিষ্ঠানের একজন দায়িত্বশীল নৈশ প্রহরী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।”