
মোহাম্মদ রিদয় হোসেন, যশোর জেলা প্রতিনিধি
শার্শার ৫ নং পুটখালী ইউনিয়নে বিএনপি ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে দেশের তিন বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলটি সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৭টায় বারপোতা মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, এবং সঞ্চালনা করেন বাগাআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম।
প্রধান অতিথি ছিলেন যশোর-৮৫/১ (শার্শা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি। তিনি বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রের শক্তি ফিরিয়ে দেওয়ার লক্ষণ। এছাড়াও তিনি দেশের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় ঐক্যের আহ্বান জানান।
অনুষ্ঠানে শার্শা ও বেনাপোল এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দেশের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বারপোতা জামে মসজিদের ইমাম।