![]()
মোহাম্মদ রিদয় হোসেন
যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে বাগুড়ী বেলতলা আম বাজারে অবস্থিত বিএনপি কার্যালয়ে এ বর্ণাঢ্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতা-কর্মীসহ বহু শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণ ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন কায়বা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না। দোয়া পরিচালনা করেন মোঃ মহসিন এবং মসজিদের ইমাম দাউদ গাজী। তাঁরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে শার্শা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মুন্না, নেতা রেজাউল ইসলাম লাল্টুসহ আরও অনেকে।
স্থানীয় নেতারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তার সুস্থতা দলের পাশাপাশি দেশের মানুষের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও জানান, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
বাগুড়ী বেলতলা আম বাজারস্থ বিএনপি কার্যালয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে—বেগম জিয়ার সুস্থতা নিয়ে মানুষের গভীর উদ্বেগ, ভালোবাসা ও অনুরাগ।
দোয়া শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি, স্থিতিশীলতা এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।