
আপনার দেওয়া রিপোর্টটি সামান্য পরিমার্জন করে নিউজ আকারে সাজানো হলো:
মোহাম্মদ রিদয় হোসেন
যশোর জেলা প্রতিনিধি
যশোরের শার্শায় ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা সংস্থা, যশোর পশ্চিম জেলা শাখার উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে শার্শা উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থাটির খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান জনাব আসাদুজ্জামান আসাদ, যশোর পশ্চিম জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসরাফিল হোসেন, বৃহত্তর শার্শা ও ঝিকরগাছা উপজেলার সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হোসেন এবং নির্বাহী সহ-সভাপতি এমদাদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
র্যালি ও আলোচনা সভায় মানবাধিকার রক্ষা, ন্যায়বিচারে সহজপ্রাপ্যতা এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।