![]()
বগুড়া শাজাহানপুর প্রতিনিধি : মো: রাকিবুল হাসান
বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ ৭০ (সত্তর) পিস ইয়াবাসহ এক মা'দক ব্যবসায়ীকে আ'টক করেছে।
১২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০টা ০৫ মিনিটে শাজাহানপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু জাররা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাসস্ট্যান্ড হতে দেশমাগামী একশত গজ পশ্চিমে কাজি অফিসের সামনে পাকা রাস্তা থেকে তাকে আ'টক করেন।
আটককৃত ব্যক্তি হলেন —
মোঃ রাশেদুল ইসলাম ওরফে আসাদুল ইসলাম (২৫),
পিতা- মোঃ আব্বাস আলী,
সাং- শালিখা পূর্বপাড়া,
থানা- শাজাহানপুর,
জেলা- বগুড়া।
পুলিশ তার কাছ থেকে ৭০ (সত্তর) পিস অ'বৈধ মা'দকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ধৃত আসামির বিরুদ্ধে পূর্বেও একটি মা'দক মামলা বিচারাধীন রয়েছে।