বগুড়ার শাজাহানপুরে রিতা এন্টারপ্রাইজের সহযোগী প্রতিষ্ঠান আর জে ইন্ডাস্ট্রিজ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই মাল ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার বাদী মোঃ সুমন হোসেন (২৮), প্রতিষ্ঠানটির ম্যানেজার। তার অভিযোগের ভিত্তিতে শাজাহানপুর থানায় মামলা নং-২৯ (তারিখ ২৬ আগস্ট ২০২৫) দায়ের করা হয়।
চুরি যাওয়া মালামালের মধ্যে ছিল পাইপ তৈরির গোরানি, বিভিন্ন সাইজের নজেল, গ্লাস ও সকেট ডাইসসহ মোট আনুমানিক ১ লাখ ২৮ হাজার টাকার জিনিসপত্র।
পুলিশের তদন্তে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২২ আগস্ট দুপুরে অজ্ঞাত চোরেরা দেয়াল টপকে প্রতিষ্ঠানে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে পুলিশের অভিযানে বগুড়া সদর থানাধীন হাড্ডিপট্টির একটি দোকান থেকে চোরাই মাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১. মোঃ মারুফ (১৯), পিতা-মোঃ মিলন, সাং-সারিয়াকান্দি, বগুড়া সদর।
২. মোঃ বেলাল (২২), পিতা-মোঃ মোস্তফা, সাং-মালগ্রাম, বগুড়া সদর।
জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।