
বগুড়া শাজাহানপুর প্রতিনিধি: রাকিবুল হাসান
বগুড়া-৭ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী গোলাম রব্বানী শাজাহানপুর উপজেলার রাণীরহাট বাজারে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় গণসংযোগ ও পথসভা করেছেন। প্রার্থী বাজার এলাকায় দোকানপাট, বিভিন্ন প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তার নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন।
পথসভায় তিনি বলেন, “এবারের নির্বাচন চাঁদাবাজি, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণের ন্যায়ের লড়াই। জামায়াতে ইসলামী বিজয়ী হলে দেশ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা হবে।”
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সরকার, উপজেলা আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা নায়েবে আমীর আলহাজ্ব আব্দুল লতিফ প্রামানিক, উপজেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক প্রচার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিক, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনোয়ারুজ্জামান আনোয়ার, ইউনিয়ন আমীর নজরুল ইসলাম ও ইউনিয়ন সেক্রেটারি জহুরুল ইসলামসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।