
মোঃ ফারুক সরকার উপজেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ার শাজাহানপুরে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে মাঝিড়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি, স্থানীয় জনগণ এবং হাফেজিয়া মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে উপজেলা ও জেলা বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন ও সহযোগী দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহফিলটি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুতের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহিদুর রহমান।
উক্ত দোয়া মাহফিলে বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লি, সাধারণ মানুষ ও হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।