
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে ঢালিউডে সক্রিয় শাকিব খানকে নিয়ে নির্মাতা রায়হান রাফী ভারতীয় সংবাদমাধ্যমকে দুইটি ঘটনা শেয়ার করেছেন।
রাফী জানান, টানা শুটিং চলাকালীন শাকিবের রক্তচাপ বেড়ে যায়, কিন্তু তিনি কাউকে জানাননি। শট শেষে বিষয়টি জানা যায়। রাফী বলেন, “শাকিব ভাই হাসতে হাসতে বলেছিলেন, তিনি বিষয়টি চেপে রেখেছিলেন, নাহলে শুটিং বাতিল হতো।”
আরেকটি ঘটনা হলো দুই সপ্তাহে ১২ কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ। রাফী বলেন, ঠিক দুই সপ্তাহের মাথায় শাকিব সেই লক্ষ্য পূরণ করেছেন।
রাফী শাকিব সম্পর্কে বলেন, “শাকিব ভাই পরিচালকদের সঙ্গে মিশতে জানেন, নিজেকে সমসাময়িক রাখতে জানেন, অসম্ভব পরিশ্রম করতে জানেন। দরকারে অভিনয়ের জন্য প্রাণ দিতেও পারেন।”
বর্তমানে শাকিব খানের ব্যস্ততা রয়েছে একাধিক ছবিতে। তার মধ্যে দুটি হলো সোলজার ও প্রিন্স, যার পরিচালক যথাক্রমে সাকিব ফাহাদ ও আবু হায়াত মাহমুদ।