শাহ্ ফুজায়েল আহমেদ
নির্বাহী সম্পাদক আমার সকল ২৪
সুনামগঞ্জের দিরাইবাজারে কেন্দ্রীয় জমিয়তের সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি এবং বিশিষ্ট আলেম মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যার প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টায় দিরাই বাজার জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান ,প্রধান সড়ক প্রদক্ষিণ করে দিরাই থানা প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ও কাপুরুষোচিত হত্যাকাণ্ড বলে আখ্যায়িত করেন এবং বলেন, “এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা জড়িত, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে, আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
সমাবেশে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা হোসাইন আহমদ চান্দিপুরী, সভাপতি মাওলানা মুহিউদ্দীন কাসেমী, সহ-সভাপতি হাফিজ আকমল হোসেন ও মাওলানা হেলাল আহমদ, জমিয়ত নেতা মাওলানা আব্দুল লতিফ, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল বছির সরদার, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুখতার হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এম আবিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক শরীফপুরী এবং সদ্য বিদায়ী জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ জিয়াউল করিম।
এছাড়াও বিক্ষোভে জমিয়ত, যুব জমিয়ত, শ্রমিক জমিয়ত ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় ধর্মপ্রাণ জনগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাতে মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ হওয়ার পর ৬ সেপ্টেম্বর শুক্রবার পুরাতন সুরমা নদী শরীফুর এলাকা থেকে মাওঃ মুস্তাক আহমদগাজী নগরীর মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধারের করে পুলিশ। নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং এলাকার উত্তেজনা বিরাজ করছে।