
বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুর রহমান।
সভায় বক্তব্য রাখেন বেতাগী থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মোতালেব সিকদার, বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন, বেতাগী প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম মন্টু, মো. কামাল হোসেন, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম লাভলু সহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।