সাজেদুল ইসলাম রাসেল
নিজস্ব প্রতিনিধি, বগুড়া
শনিবার (তারিখ উল্লেখ করুন) দুপুরে বগুড়া গাবতলী উপজেলার মহিষাবানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভূমিতে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শহীদ জিয়া পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব খায়রুজ্জামান, ডাঃ আবুল কালাম (সদস্য, শহীদ জিয়া পরিবার), শামসুল রহমান তারা মাস্টার, আবু মুসা (যুবদল নেতা, মহিষাবান ইউনিয়ন), আব্দুল আলীম লালু (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তরুণ প্রজন্ম দল, গাবতলী) এবং শহীদ জিয়া পরিবারের সদস্য মোঃ আক্কাস আলী মণ্ডলসহ অন্যান্য সদস্যরা।
দোয়া ও মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান স্মরণ করা হয় এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।