
রিপোর্টার : মো. রাকিব
কাউখালি প্রতিনিধি
শহীদ শরিফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে কাউখালিতে সাধারণ ছাত্র ও জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) জুমার নামাজ শেষে কাউখালি পৌরসভার কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।
মিছিলটি কাউখালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কাউখালি পৌরসভা চত্বরে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
বিক্ষোভে অংশ নেওয়া ছাত্রনেতা ও বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে তারা সবসময় প্রতিবাদী কণ্ঠে জেগে উঠবে। তারা আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হাদির হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।