
ভোলা প্রতিনিধি: ইমন রহমান
শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
বক্তারা ১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের ইতিহাসের গুরুত্ব তুলে ধরে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে দেশের শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের হত্যা করে দেশের মেধাশূন্য করার চেষ্টা করেছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক গভীর বেদনার অধ্যায়।
বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশের গঠন করার আহ্বান জানান।
আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তারা, সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।