এম এ এইচ ইবনে জালাল
বিশেষ প্রতিনিধি
বিগত সরকারের আমলে শরীয়তপুর জেলাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হলেও সর্বস্তরের জনগণের আন্দোলনের মুখে তা বাস্তবায়িত হয়নি। বহুকাল ধরেই শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল। জেলা হওয়ার পরও শরীয়তপুর ঢাকা বিভাগের অধীনেই রয়েছে।
সম্প্রতি আবারও শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করার আলোচনা চলছে। এরই প্রতিবাদে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
০৮ সেপ্টেম্বর ২০২৫ সোমবার বিক্ষোভ মিছিলটি জেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
বক্তারা বলেন, শরীয়তপুরকে কোনোভাবেই ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত করা হবে না। প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তাদের দাবি, শরীয়তপুর ঢাকার অতি নিকটে অবস্থিত এবং ঢাকা যেতে সময় লাগে মাত্র দেড় ঘণ্টা, যা ফরিদপুরের চেয়ে অনেক কম। এছাড়া ব্যবসা-বাণিজ্যও ঢাকা কেন্দ্রিক। তাই শরীয়তপুর জেলার বিভাগ ঢাকাই থাকা উচিত, ফরিদপুর নয়।