
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
শরীফ ওসমান হাদির স্মরণে যশোরের ঝিকরগাছায় উপজেলা জামায়াতের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪ টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আরশাদুল আলম।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁনের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতে নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মাওলানা দ্বীন ইসলাম, মো: আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম, পৌর আমীর আব্দুল হামিদ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ দোয়া ও আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
এসবে বক্তরা তাদের বক্তব্যে শরীফ ওসমান হাদির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।