
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যৌথবাহিনীর অভিযানে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) ৪৫ জন অবৈধ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘী ও উজিরভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, থানা পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরের সদস্যরা পদুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর খোন্দকারপাড়ায় অভিযান চালান। এ সময় শাহ আলম, নুরুল আলম, আব্দুল হান্নান, প্রফেসার ও ফজল কবিরের মালিকানাধীন কলোনীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বসবাসরত ৪৫ জন রোহিঙ্গাকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন নারী এবং ১৫ জন শিশু রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।
এছাড়া অবৈধ রোহিঙ্গাদের ভুয়া এনআইডি সরবরাহের অভিযোগে সংশ্লিষ্ট এক ব্যক্তির বাসভবনে তল্লাশি চালিয়ে জাতীয় পরিচয়পত্রের একাধিক ফটোকপি, সিমকার্ড এবং এফসিএন কার্ডের ফটোকপি জব্দ করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়, ভুয়া এনআইডি তৈরির সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।