লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
লোহাগাড়া উপজেলার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের লোহাগাড়া উপজেলা টিম।
আজ রোববার, ২০ জুলাই ২০২৫ ইং তারিখে ইউএনও কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা টিমের টিম লিডার আবদুল আল কায়েস এবং যুব সদস্য স্বরূপম দেবনাথ, মোহাম্মদ আজাদ, আবতাহি বখতেয়ার, আসরার হোসাইন ছমিম, উম্মে সাইফা, মিলি আক্তার ঝিনুক, আমেনা খানম জুহি ও তানজিনা সোলতানা প্রমুখ।
সাক্ষাৎকালে টিম লিডার আবদুল আল কায়েস ইউএনও মহোদয়কে যুব রেড ক্রিসেন্টের কর্মকাণ্ড, সেবামূলক উদ্যোগ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা সম্পর্কে অবহিত করেন। তিনি ভবিষ্যতে উপজেলার যেকোনো মানবিক কার্যক্রমে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম যুব রেড ক্রিসেন্টের সেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং যে কোনো জাতীয় দুর্যোগ, স্বাস্থ্যসেবা বা মানবিক সংকটে পাশে থাকার আশ্বাস দেন। তিনি তরুণদের এমন মানবিক ও সচেতন ভূমিকা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন।
উপজেলা প্রশাসনের সঙ্গে যুব রেড ক্রিসেন্টের এই শুভেচ্ছা ও কৌশল বিনিময় পরবর্তী দিনগুলোতে উপজেলা পর্যায়ে কার্যকর মানবিক কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উভয় পক্ষ।