
ভোলা প্রতিনিধি :
ভোলার লালমোহন উপজেলার বীর বিক্রম স্টেডিয়ামে পর্দা নামলো মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। রোমাঞ্চকর ফাইনালে ট্রাইবেকারে ধলীগৌরনগর ফুটবল একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ।
রবিবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেই জয় নিশ্চিত করে ফরাজগঞ্জ একাদশ।
ফাইনাল খেলাটি স্টেডিয়ামে বসে উপভোগ করেন ভোলা-৩ আসনের বিএনপির ছয়বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সাবেক পাট, পানি সম্পদ ও বাণিজ্য মন্ত্রী, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দর্শকদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি বলেন, “যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিগত আওয়ামী শাসনামলে ভোলা-৩ আসনের যুবকদের খেলাধুলা থেকে দূরে রেখে অন্যায় ও মাদকের দিকে ঠেলে দেওয়া হয়েছে। তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনতে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে।”
পরে বিজয়ী ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজমানি তুলে দেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সফলভাবে টুর্নামেন্ট পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও এমন টুর্নামেন্ট আয়োজনের আহ্বান জানান তিনি।