
বিশেষ প্রতিনিধি: রেজাউল করিম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানবপাচারকারীসহ তিন জনকে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত ৮টার দিকে দহগ্রামের আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের একটি টহল দল মিস্ত্রিপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে পাঁচ গজ বাংলাদেশের ভেতরে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—
সুজন দাস (৩০), মানবপাচারের সাথে জড়িত (বেংকান্দা, পাটগ্রাম পৌরসভা),
হেমন্ত দাস (২৫), পুরাতন কাচারি গাওচুলকা এলাকা, হাতীবান্ধা,
শিশু বলরাম রায় (১২)।
বিজিবি জানায়, মানবপাচারকারী চক্রের মাধ্যমে ৩০ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চুক্তি করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন দাস পাচারের সঙ্গে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে এবং আরও পাঁচ জন পলাতক পাচারকারীর নাম প্রকাশ করে।
এ ঘটনায় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আখেরুজ্জামান বাদী হয়ে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন।