মো. ইনতাজ হোসেন, লামা প্রতিনিধি | বুধবার, ২৪ সেপ্টেম্বর
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হয়েছে বিশাল আকারের সৌরবিদ্যুৎ ব্যবস্থা। এর ফলে হাসপাতালের দীর্ঘদিনের বিদ্যুৎ সংকটের সমাধান হয়েছে এবং রোগীরা পাচ্ছেন নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের ঐকান্তিক প্রচেষ্টায় এই পদক্ষেপ গ্রহণ করা হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি হাসপাতালের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ শুরু করেন। তার উদ্যোগে সৌরবিদ্যুৎ স্থাপনের ফলে এখন বিদ্যুৎ চলে গেলেও হাসপাতালের আলো, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সেবা চালু রাখা সম্ভব হচ্ছে।
লামা উপজেলা ছাড়াও চকরিয়া উপজেলার বমুবিলছড়ি এবং আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দাদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। আগে বিদ্যুৎ সংকটে রোগীদের বিশেষ ভোগান্তি পোহাতে হতো, বিশেষ করে ভর্তি রোগীদের। এখন আরামদায়ক পরিবেশে চিকিৎসা সেবা পাচ্ছেন তারা।
ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, বিদ্যুৎ সমস্যার পাশাপাশি জনবল সংকটসহ অন্যান্য সমস্যার সমাধানেও তিনি কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠানো ও নিয়মিত যোগাযোগ করছেন। তার বিশ্বাস, সবার সহযোগিতা পেলে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মানসম্মত সেবাকেন্দ্রে পরিণত করা সম্ভব হবে।
এই উদ্যোগে স্থানীয় জনগণ ও হাসপাতালের স্টাফরা স্বস্তি প্রকাশ করেছেন।