মোঃ ইনতাজ হোসেন, লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলায় হাতির আক্রমণে আহত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা শেষে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে লামার ৩নং ফাঁসিয়াখালি ইউনিয়নের গুলিস্তান বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী ওই ব্যক্তি হাতির আক্রমণে কাঁধে গুরুতর আঘাতপ্রাপ্ত হন (শোল্ডার ডিসলোকেশন)। মানসিক ভারসাম্যহীন হওয়ায় তিনি নিজের সঠিক ঠিকানা জানাতে পারছিলেন না। কখনও কক্সবাজারের ডুলাহাজরা, আবার কখনও খুটাখালীর কথা বলছিলেন।
খবর পেয়ে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভূমি ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নির্দেশে ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের দফাদার, গ্রাম পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা তাকে উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের চকরিয়া ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয়।
ভূমি ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন,
“বন্য হাতির আক্রমণের খবর পেয়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার শারীরিক অবস্থার পাশাপাশি মানবিক দিক বিবেচনায় আমরা সর্বোচ্চ সহযোগিতা দিয়েছি।”
এ সময় আহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে ফাঁসিয়াখালি ইউনিয়ন পরিষদের ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টটি দেখে তার স্বজনেরা দ্রুত যোগাযোগ করেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ইউনিয়ন পরিষদ জানায়,
“উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় একজন অসহায় মানুষকে চিকিৎসা দিয়ে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।”