
মোঃ শামীম পটুয়াখালী জেলা প্রতিনিধি-বান্দরবানের লামা উপজেলায় অবৈধ সেগুন কাঠ বহনকারী রেজিস্ট্রেশনবিহীন একটি পিকআপ জব্দ করেছে বন বিভাগ ও পুলিশ।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) ভোররাত আনুমানিক ২টার দিকে লামা-সুয়ালক সড়কের সরই ইউনিয়নের লিচুবাগান এলাকায় সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা আবদুল করিম ও কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় সেগুনের গোল কাঠবোঝাই জিপ গাড়ি (লট নং-১৯) পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।
পরবর্তীতে গাড়ি ও কাঠ সরই বন ক্যাম্প অফিসে হেফাজতে আনা হয় বলে জানান বিট কর্মকর্তা আবদুল করিম। তিনি আরও জানান, ঘটনায় বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।