
লটারিতে বৃহত্তর চট্টগ্রামের ৫৪ থানার ওসি বদল
চট্টগ্রাম প্রতিনিধি – সাহিল মাহমুদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লটারির মাধ্যমে একযোগে বৃহত্তর চট্টগ্রামের ৫৪টি থানায় বড় ধরনের রদবদল করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রামের সাতটি, উত্তর চট্টগ্রামের ১০টি, কক্সবাজারের ৯টি থানা এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলার মোট ২৮টি থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্ব নিতে যাচ্ছেন।
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এ পদায়ন সম্পন্ন করা হয়। লটারির মাধ্যমে সারাদেশের মোট ৫২৭ থানায় নতুন ওসি নিয়োগের প্রস্তাবিত তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় নিয়োগপ্রাপ্তদের নামের পাশে ‘প্রস্তাবিত’ শব্দটি উল্লেখ রয়েছে।
সারাদেশে রেঞ্জভিত্তিক ওসি পদায়ন হলো—
চট্টগ্রাম রেঞ্জ: ১১ জেলায় ১১১ থানা
ঢাকা রেঞ্জ: ১৩ জেলায় ৯৮ থানা
খুলনা রেঞ্জ: ১০ জেলায় ৬৪ থানা
ময়মনসিংহ রেঞ্জ: ৪ জেলায় ৩৬ থানা
বরিশাল রেঞ্জ: ৬ জেলায় ৪৬ থানা
সিলেট রেঞ্জ: ৪ জেলায় ৩৯ থানা
রাজশাহী রেঞ্জ: ৮ জেলায় ৭১ থানা
রংপুর রেঞ্জ: ৮ জেলায় ৬২ থানা
লটারিভিত্তিক এই ব্যাপক রদবদলকে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক কাঠামো শক্তিশালী করার অংশ হিসেবে দেখা হচ্ছে।