ঝালকাঠীর নলছিটিতে লঞ্চের ধাক্কায় ডু_বে যাওয়া শিশুর লা_শ ৩ দিন পর উদ্ধার
কামাল হাছান, নলছিটি।
ঝালকাঠীর নলছিটিতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া শিশু রায়হানের লাশ ৩ দিন পর সুগন্ধা নদীতে ভেসে উঠেছে।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৬টার দিকে দপদপিয়ার লঞ্চঘাটের পন্টুনের পাশে লোকজন একটি লাশ ভাসতে দেখে। সঙ্গে সঙ্গে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
ঘটনার পটভূমি: গত ১৮ মার্চ নলছিটি পৌরসভার গৌরিপাশা এলাকায় সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি মিতালী-৫ এর ধাক্কায় একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় শিশু রায়হান নিখোঁজ হয়।
১০ বছর বয়সী রায়হান মল্লিক একই এলাকার আলতাবের সঙ্গে মাছ ধরা দেখতে গিয়েছিল। দুর্ঘটনার সময় আলতাব সাতরে তীরে উঠতে পারলেও রায়হান ডুবে যায়।
শিশুর মরদেহ শনাক্ত ও পরবর্তী ব্যবস্থা: মরদেহ উদ্ধারের খবর পেয়ে মৃত রায়হানের বাবা মোহাম্মদ আলী মল্লিক এসে লাশ শনাক্ত করেন। সন্তানকে মৃত দেখে মা-বাবার আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়।
বরিশাল নৌ পুলিশ শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।