
মোঃ আরিফ হোসেন। স্টাফ রিপোর্টার ।
লক্ষ্মীপুর রামগঞ্জের কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ব্রাইট স্কলারশিপ পরীক্ষা ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য সংস্কৃতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
রামগঞ্জ সরকারি মডেল কলেজের সহকারি অধ্যাপক দেলোয়ার হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক আ ন ম শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারি অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন।
অনুষ্ঠানে ব্রাইট স্কলারশিপের সভাপতি হোসেন আহমেদ দেওয়ান, মেরিন ইঞ্জিনিয়ার জাহিদুল্লাহ জামসেদ উল্লাহ, রামগঞ্জ মডেল কলেজের সহকারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, কালিকাপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আ ন ম শামসুল ইসলাম ব্রাইট স্কলারশিপের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন এবং ভবিষ্যতে এর বিস্তারের আহ্বান জানান।
পরে চতুর্থ শ্রেণীর ২০ জন, সপ্তম শ্রেণীর ১৩ জন এবং দশম শ্রেণীর ১২ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সার্টিফিকেট দিয়ে পুরস্কৃত করা হয়। এছাড়াও অতিথিদের সম্মাননা স্বরূপ উষ্ণতা চাদর প্রদান করা হয়।