
স্টাফ রিপোর্টার: আরমান হোসেন গাজী, রায়পুর (লক্ষ্মীপুর)
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসীর সহযোগী হাসান তারেক (চিতা) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত চন্দ্রগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এসপি মসজিদের সামনে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান অপারেশনের অংশ হিসেবে ‘ছোট কাউসার’-এর সহযোগী হাসান তারেককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম মো. হাসান তারেক (চিতা) (৩০)। তিনি পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তার-এর ছেলে।
অভিযান চলাকালে তল্লাশি করে তার কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি (অ্যামুনিশন) ও ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানকালে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত ছিল। অভিযানটি পরিচালনা করেন মেজর মো. রাহাত খান এবং অভিযানের কমান্ডার ক্যাপ্টেন আরমান হাবিব অপু।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।