র্যাব-১২ এর অভিযানে জয়পুরহাট জেলার হ'ত্যা মামলার পলাতক ৩ আসামী গ্রে'ফ'তা'র
সাজেদুল ইসলাম রাসেল নিজস্ব প্রতিনিধি বগুড়া।
গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার জয়হার গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সাইদুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে মারপিট করে গুরুতর আহত করা হয়। পরে, তাকে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে, ৩০ জানুয়ারি ২০২৫ তারিখে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পলাতক আসামীরা বগুড়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে, র্যাব-১২ এর অধিনায়ক র্যাব-১২, বগুড়া এবং র্যাব-১, গাজীপুর এর যৌথ অভিযানে ৫ মার্চ ২০২৫ তারিখ রাতে বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ পলাতক আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন:
১. মোঃ আয়নাল ইসলাম (৩২), পিতা: মোঃ শহিদুল ইসলাম
২. মোঃ আল-আমিন (২৮), পিতা: মোঃ শহিদুল ইসলাম
৩. মোছাঃ জহুরা বেগম (৪৫), স্বামী: মোঃ শহিদুল ইসলাম
গ্রেফতারকৃত আসামীদেরকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।