র্যাব-১২ এর অভিযানে রাশেদ হত্যা মামলার আসামি গ্রেফতার
সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া
বগুড়া: চাঞ্চল্যকর রাশেদ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ১৯ নম্বর আসামি মোঃ বাবুল (৪৩) কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া।
র্যাব সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি বগুড়ার সোনাতলায় একটি স্কুল কমিটি গঠনকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে রাশেদ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে একদল সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ফেব্রুয়ারি সে মারা যায়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সোনাতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১২ এর একটি চৌকস দল অভিযান চালিয়ে গত ৭ এপ্রিল রাত ২টা ৪৫ মিনিটে বগুড়ার আদমদীঘি উপজেলার বড় জিনইর এলাকা থেকে মোঃ বাবুলকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ বাবুল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
পরে তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সোনাতলা থানায় হস্তান্তর করা হয়।