সাজেদুল ইসলাম রাসেল বগুড়া প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, বগুড়ার একটি চৌকস দল সফল অভিযান চালিয়ে অভিনব কায়দায় পরিবহনকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
অভিযানটি পরিচালিত হয় গত ১৩ জুলাই ২০২৫ খ্রিঃ (৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকার বিটিসিএল অফিস গেট সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে। এ সময় র্যাব সদস্যরা এক বিশেষ অভিযান পরিচালনা করে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক কারবারিকে আটক করে।
এছাড়াও অভিযানে ব্যবহৃত ২টি স্মার্টফোন, ৩টি সিমকার্ড এবং মাদক বিক্রির নগদ ১,০০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেনঃ
১. মোঃ শামীম মিয়া (২০), পিতা- মোঃ আশরাফ আলী, মাতা-মোছাঃ সাহিদা বেগম;
সাং-মইদাম হাজিপাড়া, পাথরডুবি ইউনিয়ন, ভুরুঙ্গামারি থানা, কুড়িগ্রাম।
২. মোঃ লিয়ন মিয়া (২২), পিতা-মোঃ মুসা মিয়া, মাতা-মোছাঃ দুলালী বেগম;
সাং-গরুর হাটি মুন্সিপাড়া, উলিপুর থানা, কুড়িগ্রাম;
বর্তমান ঠিকানা- কাঠালবাড়ী নেপাদদারগা আদগ্রাম (আবাসন), সদর, কুড়িগ্রাম।
প্রাথমিক তদন্তে জানা যায়ঃ
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় গাঁজা ও ফেন্সিডিল সরবরাহ করে আসছিল। তারা নিজেদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে মাদক ক্রয়-বিক্রয়ের নেটওয়ার্ক পরিচালনা করত, যা আইন-শৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে ছিল।
তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।