সাজেদুল ইসলাম রাসেল,বগুড়া প্রতিনিধিঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, বগুড়ার একটি বিশেষ অভিযানে অভিনব কৌশলে মাদক পরিবহনের সময় ৬ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
১৮ জুলাই রাত সাড়ে ৩টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আবুল কাশেম (৪৫), মোছাঃ আয়েশা সিদ্দিকা (২০) ও মোছাঃ আছমা খাতুন (৪৫)।
এসময় তাদের কাছ থেকে গাঁজা পরিবহনে ব্যবহৃত ২টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ৪টি সিমকার্ড ও নগদ ২,৩৮০ টাকা জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।