র্যাব পরিচয়ে প্রতারণা: বগুড়ায় যুবক গ্রেফতার, দেশীয় অস্ত্র উদ্ধার
✍️ সাজেদুল ইসলাম রাসেল, নিজস্ব প্রতিনিধি, বগুড়া
র্যাব সদস্য পরিচয়ে নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন ও ব্ল্যাকমেইলের অভিযোগে বগুড়ায় শিহাব হোসেন সাগর (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া। অভিযুক্ত সাগর সদর থানার নুনগোলা ইউনিয়নের দারিয়াল হাজরাদিঘী এলাকার বাসিন্দা এবং একটি পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি।
গোপন সংবাদের ভিত্তিতে ১২ এপ্রিল রাত ১টা ৩০ মিনিটে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২টি স্মার্টফোন, ২টি বাটন ফোন, সিমকার্ড, মেমোরি কার্ড, হার্ডডিস্ক, সিপিইউ, বিভিন্ন দেশীয় অস্ত্র ও পর্নোগ্রাফিতে ব্যবহৃত উপকরণ উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, সাগর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে নারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। পরে তাদের স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেইল করত।
গ্রেফতারের পর তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।