মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
ফোরকান উদ্দিন রোমান
হবিগঞ্জের মাধবপুরে সরকারি রাস্তার কালভার্ট দখল নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মুজাহিদ মসিকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
সাংবাদিক মুজাহিদ মসি কালবেলা পত্রিকার মাধবপুর উপজেলা প্রতিনিধি। প্রতিকার চেয়ে তিনি শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দিউরা ইউনিয়নের আন্দিউরা গ্রামের মধ্যপাড়া মহল্লার রিনা বেগম (৪০) সরকারি রাস্তার কালভার্ট দখল করে লোহার গেট তৈরি করে পথটি বন্ধ করে দেন। এলাকাবাসীর প্রতিবাদ সত্ত্বেও এ বিষয়ে কোনো প্রতিকার হয়নি।
এ ঘটনার প্রতিবেদন প্রকাশিত হলে গতকাল সাংবাদিক মসিকে ফোনে হত্যার হুমকি দেয়া হয়। হুমকির অডিও রেকর্ড সাংবাদিকের কাছে সংরক্ষিত রয়েছে।
সাংবাদিক মুজাহিদ মসি বলেন, “সত্য ঘটনা তুলে ধরার কারণেই দুর্নীতিবাজরা আমাকে হুমকি দিয়েছে। আমি আশা করি প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখবে এবং দ্রুত ব্যবস্থা নেবে।”
এদিকে, অভিযুক্ত রিনা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।