রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ প্রধান
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের রামপাল উপজেলার সাংবাদিকদের স্বনামধন্য প্রতিষ্ঠান রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমানকে অনৈতিক কার্যকলাপ এর সঙ্গে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া যায়। এই ঘটনায় রামপাল প্রেসক্লাবে এক জরুরী মিটিং ডাকা হয়।
গত বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় রামপাল প্রেস ক্লাব এর হল রুম এ জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। রামপাল প্রেস ক্লাবের সিনিয়ার সহ-সভাপতি এস এম বাকি বিল্লার সভাপতিত্বে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রামপাল প্রেস ক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন। এ সময় রামপাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক খান জিলুর রহমান বলেন রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, যে ভিডিওতে রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমান একটি বেকারির কারখানা থেকে চাঁদা নেওয়ার প্রমাণ পাওয়া গেছে, তিনি আরো বলেন আমরা দেখেছি ভুক্তভোগী কারখানার মালিক ফকির আতিয়ার রহমানের মোবাইলের কথোপকথন এর কল রেকর্ড সহ তার কাছ থেকে টাকা নেওয়ার কথা তিনি সোশ্যাল মিডিয়াতে এবং সাংবাদিকদের কাছে বলেন, এতে করে রামপাল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে বলে তিনি দাবি করেন। এ সময় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ গজনবী বলেন আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান সভাপতির কারনে প্রশ্নবিদ্ধ হবে আমরা তা চাইনা, তাই আমরা তার সঠিক তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে সংগঠনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার কথায় সম্মতি জানিয়ে রামপাল প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাগর আহমেদ সম্মতি জ্ঞাপন করেন এবং প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম সুমন ও সম্মতি জ্ঞাপন করেন এ সময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ মাসুম বিল্লাহ, মোহাম্মদ সোহেল আহমেদ, মোহাম্মদ নুরনবী, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোঃ ইমরান হোসেন,সোহেল আহমেদ সহ প্রমুখ।
এ সময় রামপাল প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সম্মতিক্রমে একটি সিদ্ধান্তে উপনীত হয় যে প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমানের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় যাতে উল্লেখ করে বলা হয় ৭ কার্য দিবসের মধ্যে তার বিরুদ্ধে আনীত অভিযোগের লিখিত ব্যাখা ও প্রমাণ সহকারে জমা দিতে বলা হয়েছে।
এই মিটিংয়ে তাকে সাময়িকভাবে বরখাস্থ করা হয়েছে এবং রামপাল প্রেস ক্লাব এর সদস্য পদ স্থগিত করা হয়।