
রিপোর্টার: আরিফ হাসান গজনবী (রামপাল, বাগেরহাট)
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশু শ্রমে যুক্ত ও প্রতিবন্ধি শিশুদের পরিবারে শর্ত সাপেক্ষে নগদ অর্থ বিতরণ করেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৭০টি পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১০,১৮৫ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসি। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত রামপাল এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ইশিতা বৈরাগী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান ও রামপাল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ফিল্ড মনিটরিং মোহাম্মদ সোহরাব হোসেন, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলার মোট ১৫১টি পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হবে। অতিথিরা বলেন, এই অর্থ প্রদানের উদ্দেশ্য হতদরিদ্র পরিবারকে সহায়তা, শিশুশ্রম নিরসন এবং স্কুল থেকে নামানো শিশুদের পুনরায় স্কুলে ফেরানো।
শিশু শ্রমে যুক্ত ও প্রতিবন্ধি শিশুরা নগদ অর্থ পাওয়ায় আনন্দ প্রকাশ করেছে।