
রিপোর্টার: আরিফ হাসান গজনবী, রামপাল, বাগেরহাট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর রামপাল উপজেলায় শোকের ছায়া নেমেছে। রামপালের ডাকরা বাজারে অবস্থিত পেড়িখালি ইউনিয়ন যুবদল সেচ্ছাসেবক দলের কার্যালয়ে মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় কুরআন খতম, দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।
মাহফিলে পেড়িখালি ইউনিয়ন যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠন অংশগ্রহণ করে। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও বিএনপির মিডিয়া সেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।