আরিফ হাসান গজনবী
প্রতিনিধি (রামপাল), বাগেরহাট
বাগেরহাটের রামপালে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে। রামপাল উপজেলা বিএনপি’র আহব্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের নির্দেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ এবং তার বহিষ্কারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
০৯ মার্চ রবিবার সকাল ১১টায় রামপাল উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা চত্বর ঘুরে এসে রামপাল থানার সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব ও বক্তৃতা
বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, “হাফিজুর রহমান তুহিন আমাকে হত্যার হুমকি দিয়েই ক্ষান্ত হননি, আমাকে হত্যার উদ্দেশ্যে আমার বসতবাড়িতে হামলা চালিয়েছে। আমি প্রশাসনের কাছে নিরাপত্তার দাবি জানাই।”
প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে উপজেলা বিএনপির আহব্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিনের বহিষ্কার দাবি করে আল্টিমেটাম ঘোষণা করেন। বক্তারা আরও বলেন, “হাফিজুর রহমান তুহিন আওয়ামী লীগের দোসর। তিনি বিগত স্বৈরাচারী সরকার থাকাকালীন সময়ে কোনো মামলার সম্মুখীন হননি, কারণ তিনি আওয়ামী লীগের সাথে আঁতাত করে চলেছেন।”
অন্যান্য বক্তারা
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, আলমগীর কবির বাচ্চু, মাসুদুর রহমান পিয়াল, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী ওজিয়াউর রহমান, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক হাওলাদার জাহিদুল ইসলাম, থানা ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম শোভন প্রমুখ।
এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সোহেল আহমেদ (সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদল), থানার ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আরিফ হাসান গজনবী, উপজেলা ছাত্রদলের মইন উদ্দিন, মোফাজ্জল হোসেন বাদল, ইমরান হাওলাদার তুহিন, আপু রায়হান, রফিকুল ইসলাম, তয়নসহ রামপাল উপজেলার ১০ ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতাকর্মী।
এই সমাবেশে বক্তারা হাফিজুর রহমান তুহিনের দ্রুত বহিষ্কার ও বিচারের দাবি জানিয়ে বলেন, “যদি দাবি মানা না হয়, তাহলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”