আরিফ হাসান গজনবী
রামপাল উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে বিএনপির দুই বিবাদমান গ্রুপের বিরোধ নিষ্পত্তি করেছেন জেলা বিএনপি নেতৃবৃন্দ।
সোমবার (১১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ চত্বরে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমঝোতা সম্পন্ন হয়।
আসন্ন ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এর আগে দু’দফায় সংঘর্ষে ৩০ জনের বেশি আহত হন। ২ আগস্ট রাতে সভাপতি প্রার্থী আব্দুল আলীমের সমর্থকদের হামলায় সাধারণ সম্পাদক প্রার্থী শামীম হাসান পলকসহ কয়েকজন গুরুতর জখম হন। এর প্রতিবাদে ৩ আগস্ট মানববন্ধন ও বিক্ষোভে আবারও সংঘর্ষ বাধে, যাতে সাংবাদিকসহ অন্তত ২০ জন আহত ও বাজারের ২০টি দোকান ভাঙচুর হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা বিএনপি নেতারা উদ্যোগ নিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার দিন ঠিক করেন।
সমঝোতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, খাদেম নিয়ামুল নাসির আলাপ, লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম, উপজেলা আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন, সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।