আরিফ হাসান গজনবী রামপাল(উপজেলা) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৬ জুলাই শনিবার সকাল ৯.৩০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি প্রধান জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহিনুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফতেমা শেফা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলতাফ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল থানার ওসি আতিকুর রহমান আতিক, উপজেলা আনসার ভিডিপি অফিসার মো: তারিকুর রহমান, উপজেলা আইসিটি অফিসার রনি হালদার, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সামি ও মোঃ রিয়াদ,জেলা যুগ্ম সদস্য সচিব আজাদ হোসেন, সংগঠক সাব্বির মীর ও মীম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রামপাল উপজেলা প্রতিনিধি মোঃ তায়েব নূর, বাগেরহাট জেলার দ্যা রেড জুলাই যুগ্ম সদস্য সচিব জিহাদুল ইসলাম,দ্যা রেড জুলাই বাগেরহাট জেলার সংগঠন শেখ মাসুম বিল্লাহ, সদস্য আশিক ফারাজী ও আরাফাত হোসেন সবুজ প্রমুখ।
আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি।