
আরিফ হাসান গজনবী
রামপাল উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপালে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৩ জানুয়ারি) সকালে রামপাল উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী। উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহিনুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ, সাংবাদিক মো. আকাশ উজ্জামান শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত বৃদ্ধ ও প্রতিবন্ধীদের মাঝে ৫০টি কম্বল বিতরণ করা হয়।