আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব সংগঠন রামপাল এর উদ্যাগে জুলাই
পুনর্জাগরণ অনুষ্ঠানমালা -২০২৫ বাস্তবায়ন উপলক্ষ্যে আইডিয়া বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসি আইডিয়া বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অফিসার মো: জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা অফিসার মো: শাহিনুর রহমান সঞ্চালনায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) মো: আলতাফ হোসেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন রামপাল থানার ওসি (তদন্ত ) মো: মোতালেব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফতেমা শেফার, উপজেলা আইসিটি অফিসার রনিক হালদার, উপজেলা প্রকল্প বাস্তপয়ন কর্মকর্তা জি এম সাইফুল ইসলাম, রামপাল প্রেসক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, এফ এফ সি আর জে এর সদস্য অর্নব মন্ডল,
ইয়োথ পর সুন্দর, রামপাল এর সদস্য এম আর সিফাত, রাসেল শেখ প্রান্ত বিশ্বাস, ঝুমকা কর্মকার প্রমুখ।
এ সময় বক্তারা রামপালে নদী ভাঙ্গন, মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন এই বিষয় প্রতিরোধ বিষয়ে করণীয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।