প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৯:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৫, ৬:২০ অপরাহ্ণ
রাবিতে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সিদ্ধান্ত আজই আসতে পারে

রাবিতে আওয়ামীপন্থি ডিনদের পদত্যাগের সিদ্ধান্ত আজই আসতে পারে
আমার সকাল ২৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থি ছয় ডিনের পদত্যাগের বিষয়ে আজই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় ডিনদের সঙ্গে আলোচনায় বসবেন উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব।
আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগের দাবিতে বুধবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরে তালা দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয় থেকে কর্মকর্তাদের বের করে দিয়ে ওই দফতরগুলোতেও তালা ঝুলিয়ে দেন তারা।
এ সময় উপ-উপাচার্যের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের তর্কাতর্কির ঘটনাও ঘটে। পরে বিকেল তিনটার দিকে প্রক্টরের অনুরোধে তালা খুলে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেন।
আলোচনা শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন ও অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। ডিনরা ইতোমধ্যে দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠি দিয়েছেন বলেও জানান তারা।
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা শুধু ডিনদের নয়, ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধেও দ্রুত সিদ্ধান্ত নেয়ার দাবি জানান।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাঈন উদ্দীন বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে প্রশাসন একমত। ডিনদের ডেকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, অলরেডি আমাদের সিদ্ধান্ত হয়েই আছে। শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। ডিনরা তাদের দায়িত্ব পালনে অপারগতা জানিয়ে চিঠিও দিয়েছে। আমরাও শিক্ষার্থীদের চিন্তাধারার মধ্যেই আছি। আমাদের কাজ চলছে। ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির বাইরেও শিক্ষার্থীদের পক্ষ থেকে যে তালিকা করা হয়েছে, তা প্রশাসনকে দেয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষার্থীদের দাবি যৌক্তিক বলে জানান উপ-উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন খান। তিনি বলেন, হাদির মতো নেতাকে যখন দিনেদুপুরে গুলি করে পালিয়ে যাওয়া যায়, তখন আমরা সবাই আসলে নিরাপত্তাহীনতায় ভুগছি। বিশেষ করে আমরা যারা বিপ্লবী চেতনার পক্ষে তাদের জন্য পুরো বাংলাদেশই একটা অনিরাপদ জায়গা হয়ে উঠেছে। তাই শিক্ষার্থীদের দাবির বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত হওয়া উচিত। আমরা সেটি আলোচনা করে দ্রুতই সিদ্ধান্ত নিবো।
© All rights reserved 2025 Amar Sokal